Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

অগ্নি নির্বাপন/উদ্ধার/আহতসেবা:-

          অগ্নিকান্ড/দূর্ঘটনা সংঘটিত হবার সাথে সাথে পাটগ্রাম ফায়ার স্টেশনে টেলিফোন/মোবাইলে নিম্ন বর্ণিত তথ্যবলি দেওয়া সাপেক্ষে উল্লেখিত সেবা পাওয়া যাবে। ক্ষেত্রে কোন অর্থ প্রদান করার বিধান নাই

                             

·        কোথায় এবং কিসে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে জানাতে হবে।

·        কোন পথে যেতে হবে তার সঠিক তথ্য দিতে হবে

·        সংবাদদাতার টেলিফোন/মোবাইল নম্বর প্রদান করতে হবে

·        কিভাবে অগ্নিকান্ড/দূর্ঘটনা ঘটেছে তার তথ্য দিতে হবে

 

 

এ্যাম্বুলেন্স সার্ভিসঃ

১। অত্র অধিদপ্তর স্থানীয়ভাবে বা আন্তঃ জেলা পর্যায় রোগী পরিবহনের নিমিত্তে জনসাধারনের জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করে থাকে।

২। এ্যাম্বুলেন্স সার্ভিসের আওতায় শুধুমাত্র রোগীকে বাসা থেকে হাসপাতালে অথবা দুর্ঘটনার স্থান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

৩। এ সেবার জন্য স্থানীয় পর্যায়ে বা পৌর এলাকায় ফোনের বা বার্তাবাহকের মাধ্যমে এ্যাম্বুলেন্স কল গ্রহণ করা হয়।

৪। আন্তঃ জেলা পর্যায়ে বা দূরবর্তী কলের ক্ষেত্রে রোগী পরিবহনের জন্য নির্ধারিত ফরম পূরণ পূর্বক পূর্ব অনুমোদন নিতে হয়।